Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস কমিটির জরুরি সভা

হরিণাকুন্ডু প্রতিনিধি

দেশে চলমান মহামারি (কোভিড-১৯) করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও ভয়াবহ তান্ডব প্রতিরোধে হরিণাকুণ্ডু পৌরসভা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পৌরসভা চত্ত্বরে মেয়র মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, হাসান আব্দুল্লাহ তৌহিদ সিনিয়র সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি বিশ্বনাথ সাধুখাঁ প্রমূখ। সভায় বক্তারা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, মোঃ খায়রুল ইসলাম, সভাপতি পৌর আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দিন, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ঈমাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, কাউন্সিলরবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন