Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে অগ্নিকান্ডে ৫ দোকানের মালামাল পুড়ে ছাই

কালীগঞ্জ প্রতিনিধি 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দামোদরপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে  বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন দামোদরপুর বাজারের সাইকেল পার্স ও মুদি দোকান মালিক নুর ইসলাম, মুদি মালামাল ব্যবসায়ী আজিজ, স্যালো পার্সের দোকান মালিক আব্দুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী বিপ্লব হোসেন ও মুদি দোকান মালিক লাটিম হোসেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বিপ্লব হোসেন জানান, বৃহস্পতিবার ভোরের দিকে হঠাৎ তাদের বাজারের আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার দিলে ঘুম থেকে উঠে  বাজারের দিকে ধোয়ার কুন্ডলি দেখতে পাই। আমিও বাজারের দিকে দৌড়ে আসি। পৌছে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্ত ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে পৌছানোর আগেই ৫ টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নুর ইসলাম জানান, আমার দোকানের সকল মালামাল ও ক্যাশে থাকা প্রায় ২০ হাজারের বেশি নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।

দামোদরপুর এলাকার ইউপি সদস্য জাফর ইকবাল জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় মানুষের আগুন  আগুন  চিৎকারে প্রথমে হতভম্ব হয়ে বাজারের দিকে ছুটে আসি। পরে সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন।

কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে দিকে দ্রুত রওনা দেয়। কিন্তু বাজারটি স্টেশন এলাকা থেকে অনেক দূরে হওয়ায় তারা পৌছানোর আগেই অনেক মালামাল পুড়ে গেছে। বাকি আগুন গ্রামবাসীকে সাথে নিয়ে তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

খুলনা গেজেট/এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন