Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডু পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু প্রতিনিধি

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিকালে কাঁপাসাটিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও ওসি (তদন্ত) এনামুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, কাঁপাশাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, বিশ্বনাথ সাধুখাঁ প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ,আত্নহত্যার সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম হরিণাকুণ্ডু থানা কমপ্লেক্সে স্থাপিত নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়ষ্ক হেল্পডেক্সের শুভ উদ্বোধন করেন।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন