Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে সে মারা যায়।

শনিবার বেলা ১১ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে চাঁচড়া মাঠের মধ্যে এ ঘটনাটি ঘটে। নিহত আছিয়া কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর হঠাৎ পাড়ার মৃত চাঁদ আলীর স্ত্রী। স্থানীয়রা বলছে, নিহত নারী বধির ও মানুষিক রোগী ছিলেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান, খুলনাগামি সাগরদাড়ি এক্সপেসে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। নিহতের বিষয়টি তারা যশোর জিআরপি পুলিশকে অবহিত করেছেন। তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন