Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক নারীকে (৪৮) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলার ঘোড়াগাছা গ্রামের আশরাফ সাহা (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। আশরাফ সাহা ওই গ্রামের ইউনুচ সাহার ছেলে।

মামলার এজাহারে ভুক্তভোগী ওই নারী জানান, আসামি একজন লম্পট প্রকৃতির লোক। দীর্ঘদিন ধরেই সে নানাভাবে তাকে উত্ত্যক্ত করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার রাত দশটার দিকে তিনি প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বের হলে তাকে জোর করে জাপটে ধরে শ্লীলতাহানি করে আসামি আশরাফ। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন