Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে মাস্ক ব্যবহারে অভিযান, জরিমানাসহ ফ্রি মাকস বিতরণ

কালীগঞ্জ প্রতিনিধি

মহামারি করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবণা রানী সাহার নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে শহরের মেইন বাসষ্টান্ড, মধুগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় সড়কে চলাচলকারী যাত্রীবাহি বাস, ইজিবাইক,বিভিন্ন ব্যাবসা প্রতিষ্টান ও পথচারীদের মাস্ক পরিধান না থাকায় জরিমানা আদায়সহ ফ্রি মাকস বিতরন করেন।

ভ্রাম্যমাণ অভিযানের নির্বাহী ম্যাজিস্টেট ও কালীগঞ্জ ইউএনও সূবর্ণা রানী সাহা জানান, আবারো বাড়ছে করোনার প্রকোপ। তা প্রতিরোধে মাস্ক পরিধান অত্যাবশ্যকীয়। বিশেষ করে গণপরিবহন ও বিভিন্ন জনসমাগমস্থল গুলো করোনার জন্য ঝুকিপূর্ণ এলাকা। তাই করোনা প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়াতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ে মাস্ক পরিধান না করাসহ মটরসাইকেলের কাগজপত্র না রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত করে ১০ মামলা দিয়ে ১ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো জানান, প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অফিসার্স ইনচার্জ কামাল উদ্দিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ থানার এস আই সুজাত উদ্দিন, কনষ্টেবল তরুন কুমার ও উপজেলা ইউএনও অফিসের স্টাফ সদস্যগন সহ অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন