Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহের কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া জেলার মিরপুর থেকে ঝিনাইদহের কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের এইচ এস সি ২য় বর্ষের এক ছাত্রী(ভিকটিম)কে মোঃ আবু সোমা(২৩), পিতা- আবু তালেব, সাং- পৈলানপুর, থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহ বিয়ের প্রলোভন দেখিয়ে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়া যায়। সেখানে আগে থেকে উপস্থিত তার ২/৩ জন সহযোগির সহায়তায় বিদ্যালয়ের পিছনে বাগানে নিয়া ভিকটিমকে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। ভিকটিমের পরিবারের লোকজন খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় মোঃ আবু সোমাকে প্রধান ও তার দুই সহযোগিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং ১১, তারিখ- ২৫/০২/২১ ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী-০৩) এর ৯(১)/৩০।

১৬ মার্চ র্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি মোঃ আবু সোমাকে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে তার খালার বাড়ি থেকে আটক করেছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন