Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে চোলাই মদসহ আটক ১

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ মদ নিয়ে আসার পথে কাশিপুর গ্রামের মধ্য থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল আলম (৪০) পৌর এলাকার ইশ্বরবা গ্রামের আবুল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার এস এই জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কোঁটচাদপুর এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ী কিছু চোলাই মদ নিয়ে কাশিপুর গ্রামের রোড দিয়ে আসছে। এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের মধ্যে অবস্থান করি। একপর্যায়ে সড়ক দিয়ে পুলিশের নিকটবর্তী আসলে আশরাফুল নামের একজনের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। সে কাশিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চোলাই মদ বিকিকিনির করে আসছিল। কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন