Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ম্যাক্সি সুপার মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হাসিবুর রহমান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান উপজেলার বড় শিমলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলে চাচাতো ভাইয়ের সাথে কালীগঞ্জ শহর থেকে বাড়ি যাচ্ছিল। নিহত হাসিবুর পিছনে বসে ছিল। এসময় একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকের চাকায় পিষ্ট হয় হাসিবুর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ আলম তাকে মৃত ঘোষণা করেন। তবে ট্রাক টিকে আটক করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন