Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী মানোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (০৮) মার্চ বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মানোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করে। সে ঝিনাইদহের হরিণাকুন্ড গুড়পাড়া ভাতুড়িয়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে, গত জানুয়ারি ভিকটিম তার পূর্বের স্বামী মো: মানোয়ার হোসেন কর্তৃক ধর্ষণের স্বীকার হয়। পরবর্তীতে এই সংক্রান্তে ভিকটিম বাদী হয়ে তার পূর্বের স্বামী মোঃ মানোয়ার হোসেন (৩৫) কে প্রধান আসামী করে আরো দুই জনসহ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ০১)। সোমবার রাতে র‌্যাব-৬ খুলনার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন