Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে বাল্যবিয়ে দেয়ায় কনের দাদা ও চাচার ৬ মাসের কারাদন্ড

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডতে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে কনের দাদা ও চাচাকে ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দন্ড প্রাপ্তরা হলেন- ওই গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের ছেলে কনের গ্রাম সম্পর্কীয় দাদা গোলাপ আলী (৬৫) এবং চাচা সামসুদ্দিন মন্ডল (৪৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা জানান, বিকেলে ওই গ্রামে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার পর অনুষ্ঠান চলছে এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কনের বাবা-মাসহ বর পক্ষের লোকজন পালিয়ে যায়। পরে সেখান থেকে কনের দাদা ও চাচাকে আটক করে তাদের প্রত্যেককে ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন