বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে মাদকদ্রব্যসহ ২ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে মাদকদ্রব্যসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন কোটচাঁদপুর বাজারস্থ কালিগঞ্জ টু জীবননগর মহাসড়কের দক্ষিন পাশে সনি আবাসিক হোটেলের সামনে থেকে মোঃ মোঙ্গল মন্ডলের ছেলে মোঃ রিপন (২৫) কে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

অপরদিকে, ঝিনাইদহর শৈলকুপা হতে ৩৩০ পিস ইয়াবাসহ অন্য এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৩ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প)এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ভাটই বাজারস্থ ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে থেকে ফকির মোহাম্মদের ছেলে মোঃ ফিরোজ কবির (৪০)কে ৩৩০ পিস ইয়াবসহ হাতেনাতে গ্রেফতার করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন