Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবক খুন

গেজেট ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে শহরের শিবনগর দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইসরাফিল (৩০)। তিনি উপজেলা শহরের আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতলে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করার কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়রপ্রার্থী আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তি নেশাখোর ছিলেন।যিনি তাকে হত্যা করেছে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার নাম রানা।

তিনি আরও বলেন এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা নেই। মাদকাসক্তদের মধ্যে বিবাদের জের ধরে ইসরাফিলকে খুন করা হয়েছে বলে মত দেন তিনি।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত রানাকে আটক করেছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন