Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

করোনায় জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মকলেছ-আনোয়ার কলেজের প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ারুল ইসলাম মন্টু কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

গত দুই সপ্তাহ ধরে তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর সহধর্মিণীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

মন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন। চাকরী জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রাম কাবিলপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন