বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নিজের জমি নিজের ঘরে কালীগঞ্জের ১২ ভুমিহীন পরিবার

কালীগঞ্জ প্রতিনিধি 

‘আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে মুজিব জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে কালীগঞ্জে মাথা গোজার ঠাই পেলেন ১২ টি ভুমিহীন পরিবার। শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৯২ টি উপজেলার সাথে গৃহহীন ভুমিহীনদের মুজিব বর্ষের এ উপহার প্রদানের উদ্বোধন করেন। ভিডিও চিত্রের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই কালীগঞ্জে গৃহহীন ১২ পরিবারের মাঝে ঘর ও জমির দলিলাদি হস্তান্তর করেন প্রধান অতিথি এমপি আনোয়ারুল আজিম আনার।

উল্লেখ্য মুজিব বর্ষে আগামী ২০২১ সালের মধ্যে কালীগঞ্জ উপজেলাতে মোট ২৭ টি গৃহহীন পরিবারের মধ্যে নতুন বাড়ী প্রদান করা হবে। ভুমিহীনদের মাঝে গৃহ হস্তান্তর উপলক্ষে পরিষদের অডিটোরিয়ামে অনুষ্টানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।

খুলনা গেজেট/এ হোসেন

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন