Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে মাটি টানা গাড়ির ধাক্কায় পথচারী নিহত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইঞ্জিনচালিত লাটাহাম্বার (ইটভাটার মাটি টানার জন্য তৈরি স্থানীয় ইঞ্জিনচালিত যান) ধাক্কায় রবিউল ইসলাম (৫৬) নামে একব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি তৈলটুপি গ্রামের হাতেম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নিহত ব্যক্তি গ্রামের মাঠ থেকে বাইসেকেলে করে আসছিলেন। এসময় তিনি রাস্তার ওপর ওঠার সময় ঝাউদিয়া এলাকা থেকে বিশ্বাস ব্রিকসের একটি মাটিবোঝাই লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম জানান, এ ঘটনায় মাটিবোঝাই ওই লাটাহাম্বা গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন