Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শৈলকুপায় লিয়াকত হত্যার প্রধান আসামী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে কমিশনার প্রার্থী শওকত হোসেনের ভাই আওয়ামীলীগ নেতা লিয়াকত হোসেন বল্টু হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র মতে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শৈলকুপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান কমিশনার ও প্রার্থী শওকত হোসেনের ভাই বুধবার সন্ধ্যারাতে ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বড় ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার প্রধান আসামী বাপ্পীকে গ্রেফতার করা হয়। বাপ্পী একজন সন্ত্রাসী ও কিলার বলে স্থানীয়রা জানায়। এর আগেও সে একজনকে হত্যা করে ঘরের ভেতরে বালিশ-কাঁথা দিয়ে মরদেহ লুকিয়ে রাখে। পরে পুলিশ তা উদ্ধার করে।

এদিকে কমিশনার প্রার্থীর ভাই হত্যার ঘটনার কয়েক ঘন্টার পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খাঁন বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন