Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুরে ৬৪ ভূমিহীনকে খাস জমি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৬৪ ভূমিহীন পরিবারকে খাস জমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ৬৪ পরিবারের অভিভাবকদের ডেকে উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসে তাদের নামে দলিল করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহি অফিসার জানান, এর আগে এই ভূমিহীন পরিবার গুলো রাস্তার ধারে ও বিভিন্ন ব্যাক্তি মালিকানা জমিতে বসবাস করতো। তাদের কোন সহায় সম্পতি নেই। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের কে সরকারী খাস জমি দলিল করে দিয়ে একটি করে ঘর করে দিচ্ছে যাতে তারা মাথা গোজার ঠাই পায়। তারই অংশ হিসাবে উপজেলার ফতেপুর, আজমপুর, পান্তাপাড়া, শ্যামকুড় ও মান্দারবাড়ীয়া ইউনিয়নের ৬৪ পরিবারের নামে সরকারী খাস জমি রেজিষ্ট্রি করে দেওয়া হলো। এখন তাদের জমিতে একটি পরিবার থাকার জন্য ঘর তৈরি করা হবে।

জমি রেজিষ্ট্রির সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার , সহকারী কমিশনার ভূমি, সাবরেজিষ্ট্রার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন