Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

 হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন উপজেলার ফতেপুর গ্রামের মৃত-আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান (৩৯) ও শহরতলির শুড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জামিরুল ইসলাম আকাশ (২)। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার তৈলটুপি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন মাদক বেচা-কেনার সাথে জড়িত বলে পুলিশ জানায়।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেয়া হয়েছে। এ মামলায় গ্রেপ্তারদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন