Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ

হরিণাকুণ্ডু প্রতিনিধি

প্রতি বছরের মতো এবারও হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব-২০২১ করা হয়েছে। শুক্রবার (১জানুয়ারি) সীমিত ছাত্র/ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়। এ তারিখে সকল শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যপুস্তক পেয়ে থাকে। কিন্তু করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নতুন বছর পাঠ্যপুস্তক বিতরণ ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নেয় সরকার।

শিক্ষার্থীদের কাছে ২০২১ শিক্ষাবর্ষের বই বিতরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ২৯ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে (www.dshe.gov.bd) প্রকাশিত হয়েছে। প্রতি শ্রেণির বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেওয়া হবে। অর্থাৎ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪টি শ্রেণিতে সপ্তাহে ৩ দিন করে মােট ১২ দিন পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
করোনা পরিস্থিতি বিবেচনায় এবারের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ভিন্ন আঙ্গিকে হওয়ার কারণে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত এবং মাঠ পর্যায়ে তা যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরােধ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় সীমিত পরিসরে হরিণাকুণ্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ এই উৎসব পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, সদস্য মাহবুবুর রশিদ আজাদ মল্লিক, সদস্য মোঃ খাইরুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, সিনিয়র শিক্ষক আবুল কালাম মোস্তফা, সিনিয়র শিক্ষক আব্দুল আলীম, আব্দুল মান্নান, মোস্তফা ফারুক, নিখিল কুমার, মোতাকাব্বির ফারুক, আয়াতুল্লাহ, মাছুদ পারভেজ, মাজেদুল ইসলাম, জাহিদুজ্জামান, টিটন মিয়া, অভিভাবক আব্দুল ওয়াদুদ প্রমূখ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন