Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মটর সাইকেল চালক নিহত

কালিগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এরা হলেন ইমদাদুল হক (৩৩) ও ইকবাল হোসেন (৪০)। বুধবার দুপুরে উপজেলার কালীগঞ্জ-গান্না সড়কের আমতলা এবং কালীগঞ্জ-যশোর সড়কের বারোবাজার নামক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আসাদুল ইসলামের পুত্র ও ইকবাল হোসেন যশোর মনিরামপুরের দূর্গাপুর গ্রামের আবেদ আলীর পুত্র।

প্রত্যক্ষ্যদর্শীরা ও পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে প্রয়োজনীয় কাজে মোটর সাইকেলযোগে ইকবাল হোসেন যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে বারবাজার নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে চলন্ত মটর সাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অপর ঘটনাটি ঘটে একইদিন দুপুরের পর ইমদাদুল হক মোটর সাইকেলযোগে গান্না থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। সড়কের আমতলা নামক স্থানে পৌছলে একটি ট্রাকের সাথে তার মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় বারবাজারে নিহত ইকবাল হোসেনের মরদেহ বারোবাজার হাইওয়ে থানায় এবং গান্না সড়কে নিহত ইমদাদুল হকের মরদেহ সদর থানায় পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন