Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত দুই

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নওয়ামারার মাঠ নামক স্থানে শনিবার সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুর রহমান ও জাকির হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।

আহতরা ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল বংকিরা গ্রামের জব্বার মন্ডল ও আবু খায়েরের ছেলে। তারা নিজ গ্রাম থেকে হরিণাকুণ্ডুতে কাজের উদ্দেশ্যে আসছিল পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে হাবিবুর রহমানের দুই পা ভেঙে যায়। স্থানীয়রা উদ্ধার করে হরিনাকুণ্ডু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ বলেন, তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন