Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শহর আলী, আলী হোসেন, শওকত আলী, মসলেম উদ্দিন, জিয়া হোসেন, রুমা খাতুন, শাহাবুর রহমান, ইয়াসিন আলী, কাদের আলী, তুহিন হোসেন, ইদ্রিস আলী, ঝুমুর মোল্ল্যা, আলী আহম্মদ, পলাশ মোল্ল্যাসহ ১৫ জন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ভোলপাড়া গ্রামে শহর আলী ও কাদের আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঝিনাইদহ আদালতে মামলাও চলমান। হঠাৎ শনিবার দুপুরে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, তুচ্ছ ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নিবো।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন