Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে ইয়াবা সহ ২ বিক্রেতা আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইয়াবা সহ দু’জনকে আটক করেছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় কালীগঞ্জ কলাহাটা মোড়ের জামাল উদ্দীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লাইজু খাতুন (২৪) ও সাইফুল ইসলাম (১৯)। মাদক বিক্রেতা দু’জন দীর্ঘদিন জামালের বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল  বলে এলাকাবাসি জানান। লাইজু খাতুন কালীগঞ্জ আড়পাড়া মাঠ পাড়া গ্রামের আঃ মাজেদের স্ত্রী ও সাইফুল ইসলাম ভোলা জেলার শশিভূষণ থানার জাহানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির বেডরুম থেকে ৬৬ পিচ ইযাবা ও ইযাবা বিক্রির ৫ হাজার ৫ ‘ নগদ টাকা উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, আটক দুই ইয়াবা ব্যাবসায়ীকে আজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন