Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কোটচাঁদপুরে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট কারের ধাক্কায় রিয়াজুল ইসলাম (৬৫) নামের এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল উপজেলার কাগমারী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল ইসলামের স্ত্রী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। শুক্রবার সকালে ডাক্তারের নিকট যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কাটাখালি গিয়ে ওঠেন। এরপর রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত রিয়াজুলকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করেন। এরপরই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত বৃদ্ধের হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন