Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালীগঞ্জে মুরগির বাচ্চায় অভিনব প্রতারণা, যুবক আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে পল্ট্রি মুরগির বাচ্চায় রং করে বিদেশি জাতের বাচ্চা বলে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রির অপরাধে কালীগঞ্জ থানা পুলিশ রুবেল (২০) নামের এক যুবককে আটক করেছে।

আজ শুক্রবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল নরসিংদি জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং বেরং এর মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছিল। তার এই ছবি দেখে সাধারন মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে এই পল্ট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারনার শিকার হন। সে আজই প্রায় ৩শ পল্ট্রির বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আশা সহজ সরল মানুষ তার প্রতারনার শিকার হন।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারনার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে রুবেল নামের এক জনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন