Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুণ্ডুতে সিসি ক্যামরার আওতায় এলো বঙ্গবন্ধুর ম্যুরাল

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহর হরিণাকুণ্ডুতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল। থানা পুলিশের উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালটিকে এ সিসি ক্যামেরার আওতায় আনা হয়। এটি উপজেলায় জাতির জনকের একমাত্র ম্যুরাল। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরালটির চতুর্দিকে সিসি ক্যামরা স্থাপন করা হয়।

কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের পর সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা দেয়ার নির্দেশনা দেন মহামান্য হাইকার্ট। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা সিসি ক্যামরা স্থাপনকালে বলেন, জাতির পিতার ভাস্কার্য বা ম্যুরালের ওপর আঘাত মানে আমাদের স্বাধীনতার ওপর আঘাত। বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশে কাজ করছে বাংলাদেশ পুলিশ। এই সিসি ক্যামরা স্থাপনের মাধ্যমে জাতির জনকের ম্যুরালটি নিছিদ্র নিরাপত্তার মধ্যে আনা হলো।

খুলনা গেজেট/ এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন