বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে অর্ধকোটি টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে ৩ পিস স্বর্ণের বারসহ আমিরুল ইসলাম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের বারের সর্বমোট ওজন ৩৪৯.৮০ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ৫২ হাজার ৮৯৪ টাকা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আকামউদ্দিনের ছেলে।

বিজিবি জানিয়েছে, সীমান্তের পলিয়ানপুর বিওপি বিজিবির টহল দল বেলা ১১টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন খোসালপুর গ্রামের রাস্তার উপর হতে ৩টি স্বর্ণের বারসহ আমিরুল ইসলামকে আটক করে বিজিবি। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্বর্ণের বারসহ আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন