বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ঝিনাইদহে ২ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত অন্তর মন্ডল (২২) শৈলকূপা পৌরসভার মাঠপাড়া গ্রামের রশিদ মন্ডলের ছেলে। আজ শুক্রবার সকালে (৫ সেপ্টেম্বর) পৌরসভার মাঠপাড়া থেকে অন্তরকে ২ হাজার ৪০ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে আটক করে তারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অন্তর মন্ডলের বাড়িতে অভিযান চালায় শৈলকূপা পুলিস। সে সময় তার ঘর থেকে দুই হাজার চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৮৯০ টাকা এবং খুচরা বিক্রয় কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। পরে আসামীকে থানায় আনা হয়।

শৈলকূপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুম খান জানান, সে এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদকসেবী। পুলিশ অভিযান চালিয়ে তার নিজ ঘর থেকে ইয়াবার বড় চালান জব্দ করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন