Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহের যুবলীগ-আ.লীগের দুই নেতা ঢাকায় গ্রেপ্তার

গেজেট ডেস্ক

রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ওসি জানান, যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদকে একই সময় ও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা এবং বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন