Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৩৫) নামের এক মুহুরি মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) গভীর রাতে নিজ বাড়িতে সাপের দংশনে মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি।

হাসিবুল হাসান জনি ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এরশাদ আলীর ব্যক্তিগত চেম্বারের অফিস সহকারী এবং একই কোর্টের মুহুরি হিসেবে দীর্ঘদিন কর্মরত।

তিনি কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ জনিকে দংশন করে। বিষয়টি প্রথমে কেউ বুঝতে পারেননি। একপর্যায়ে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনির অকাল মৃত্যুতে ঝিনাইদহ আইনজীবী সমিতিসহ সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে শেষ বিদায় জানায়।

একজন সদালাপী, দায়িত্বশীল ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে জনি সবার কাছে প্রিয় ছিলেন। তার এ অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছেন না।

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির একাধিক সদস্য গভীর শোক প্রকাশ করে বলেন, জনির মতো একজন বিশ্বস্ত ও আন্তরিক মুহুরিকে আমরা হারালাম। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অনেকেই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন