Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ৮৩১ বস্তা সার জব্দ, জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের এক নেতার ভাইয়ের গোডাউন থেকে ৮৩১ বস্তা অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ আগস্ট) দুপুরে ভাটই বাজারের ‘শুভ এন্টারপ্রাইজ’ নামে একটি সার গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
সরকারি অনুমোদন ছাড়া এভাবে সার মজুদ করায় গোডাউনের মালিক ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দারের ভাই আইয়ুব জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উমেদপুর ইউনিয়নের ডিলার ‘শুভ এন্টারপ্রাইজ’-এর গোডাউনে অভিযান চালিয়ে ৫৪১ বস্তা ডিএপি এবং ২৯০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার বেশি।
অভিযোগ উঠেছে, ২০২৪ সালের সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দার তার ডিলারশিপ অন্যত্র হস্তান্তর করলেও সার ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনিই। সরকারকে বিব্রত করতে এবং কৃত্রিম সংকট তৈরি করতে এই অবৈধ মজুদের পেছনে তার হাত রয়েছে বলে দাবি স্থানীয় কৃষকদের। বর্তমানে নায়েব আলী পলাতক রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলার এসিল্যান্ড সিরাজুস সালেহীন অভিযানে নেতৃত্ব দেন এবং তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় কৃষকরা ওই চক্রের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা ও ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন