Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৩০শে জুলাই, ২০২৫ । ১৫ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

“বিপ্লবের যে চেতনা শহীদরা রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে”: শিমুল

কোটচাঁদপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এবং কোটচাঁদপুর-মহেশপুরের গণমানুষের প্রিয় নেতা কে. এম. আমিরুজ্জামান খাঁন শিমুল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার অংশ নয়, বরং শহীদদের স্মরণে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার একটি নিদর্শন।”
তিনি আরো বলেন, “বিপ্লবের যে চেতনা শহীদরা রেখে গেছেন, তা আগামী প্রজন্মকে সঠিকভাবে জানাতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস. কে. এম. সালাউদ্দিন বুলবুল (সিডল)। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ যেমন জরুরি, তেমনি শহীদদের ত্যাগ স্মরণ করাও জাতির দায়িত্ব।” অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং কারাবন্দি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কর্মসূচিকে আরও জাগরণমুখর করে তোলে।
খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন