Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, সামন্তা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সামান্তা বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের একটি জমি থেকে পড়ে থাকা একটি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (৭.০৫ কেএফ) উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। অস্ত্র ও গুলি মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন