Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামে স্যালোইঞ্জিন চালিত যানবাহনের ধাক্কায় নাজমুল হুদা (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ভায়না-বাগ আঁচড়া গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা হরিণাকুণ্ডু উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নাজমুল হুদা মাঠের ভেতরের একটি রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি স্যালোইঞ্জিন চালিত গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন