Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ১৬টি ককটেলসহ বিএনপি কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫৫) নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) রাত ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

জানা গেছে, রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী।

এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলেন, আটককৃত ব্যক্তি দলের কর্মী হলেও তার কাছ থেকে পাওয়া ককটেলের দায়ভার দল নেবে না।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ককটেল ও সেগুলো তৈরির উপকরণ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন