Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহাদাত হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।

প্রতিবেশী আবদার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ছেলে ফয়সাল হোসেন ও বাবা শাহাদাত হোসেন নিজের ঝালের ক্ষেতে কাজ করতে মাঠে যান। কাজ করার সময় বাগবিতান্ডার একপর্যায়ে ছেলে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই শাহাদত হোসেনের মৃত্যু ঘটে।

গ্রামবাসী আলী আজম জানান, নিহত শাহাদত জামায়াত কর্মী ছিলেন এবং তার ছেলে ফয়সাল মানসিক বিকারগ্রস্ত হিসেবে এলাকায় চিহ্নিত।

প্রতিবেশী আব্দুল আলীম জানান, ছেলে ফয়সাল দুই বছর ধরে মানসিক বিকারগ্রস্ত। এর আগে সে তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন