Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা বিকাশ স্ত্রী সন্তানসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জিপি এ্যাড বিকাশ কুমার ঘোষ স্ত্রী সন্তানসহ গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৩১ মে) বিকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকাশ কুমারকে জিজ্ঞাসাবাদ শেষে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী খবর নিশ্চিত করে জানান, গত ১৩ মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকাল ৫টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। আ’লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে গ্রেপ্তার করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান।

উল্লেখ্য বিকাশ কুমার ঘোষ আ’লীগের সাধারণ সম্পাদক ও এমপি আনার অপহরণ মামলার আসামি সাইদুল করিম মিন্টুর আস্থাভাজন ছিলেন। সেই সুবাদে তিনি অল্প বয়সে ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। আইন কর্মকর্তা হয়ে বিকাশ কুমার ঘোষ আদালতে প্রভাব বিস্তার করে কালো টাকার পাহাড় গড়ে তোলেন বলে অভিযোগ। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের মহামায়া গ্রামে হিন্দুদের কয়েক’শ বিঘা অর্পিত সম্পত্তি জাল জালিয়াতির মাধ্যমে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে স্থানান্তর করে প্রভাব খাটিয়ে সরকারের বিপক্ষে রায় করিয়ে নেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন