Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুর সীমান্তে ১০ নারী ও শিশুকে পুশইন করেছে বিএসএফ

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির সীমান্ত পিলার-৬১/১৪-এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১০ জন শিশু ও নারীকে পুশইন করা হয়েছে। পরে মেহগনী বাগান থেকে বিএসএফের পুশইন করা বাংলাদেশি শিশু ও নারীকে আটক করা হয়। যাদের মধ্যে পাঁচ জন নারী ও পাঁচ জন শিশু।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে তারা পাঁচ দিন আগে গুজরাটে পুলিশের হাতে আটক হন এবং পরে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় গতকাল (বৃহস্পতিবার) রাতে কলকাতা হয়ে সীমান্তে আসেন। রাত আনুমানিক ১২টার দিকে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনে থেকে তাদের সীমান্ত গেট খুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আরও জানা যায়, মাধবখালী বিওপি এরিয়া থেকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. টুটল হোসেন টিটু (২৯), কে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/২-এস থেকে আসামিবিহীন তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার হাজার পাঁচশ টাকা।

মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন