Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত নাসিরের মৃত্যু

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুরের লড়াইঘাট সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত নাসির উদ্দিন নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নাসির উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, চলতি মাসের ১৭ তারিখ রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করে নাসির, সোহাগ ও রিপন। সে সময় ভারতের পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে।

এতে নাসিরের বুকে, পেটে ও পায়ে গুলি লেগে গুরুতর আহত হয়। সে সময় সোহাগ ও রিপন সামান্য আহত হয়। তখন বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আহতের স্বজনরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। সোহাগ ও রিপনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এছাড়া নাসিরকে প্রথমে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত রাতে নাসির মারা যায়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সীমান্তে বিএসএফ এর ছোড়া গুলিতে আহত নাসির এর মৃত্যু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন