Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে অবৈধ লাটাহাম্বা তৈরির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ লাটাহাম্বা (বালি ও মাটি টানা স্থানীয় ইঞ্জিনচালিত যান) গাড়ি তৈরির অপরাধে ইউনুচ আলী নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইউনুচ আলী শহরের আদর্শপাড়া এলাকার মৃত- ঝইরুদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শহরের গ্যারেজপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে অনুমোদনহীন স্থানীয় যান তৈরির অপরাধে ওই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। পরে শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের ওপর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেন নামে আরও এক কসমেটিক্স ব্যবসায়ীকে পাঁচ‘শ টাকা জরিমানা করা হয়।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন