Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশে আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে মহেশপুর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক রাফিউল ইসলাম (৩৭) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মকরমপুর গ্রামের বজলুর রহমান ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীর গ্রামের মো. মফের আলীর আমবাগানের সামনে কাঁচা রাস্তার ওপর হতে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ১ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন