Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (১৩ মে) ভোর ৫টার সময় উপজেলার মাটিলা সীমান্তে তাকে আটক করা হয়। আটককৃত রিজাউল করিম (৪৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মো. ইউসুফ মন্ডলের পুকুরের দক্ষিণ পাড় হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় রিজাউলকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন