Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঢাকার কেন্দ্র ঘোষিত দুই দফা দাবিতে দু’ঘন্টার কর্মবিরতিতে গেলেন ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা। এ উপলক্ষে সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কর্মবিরতিতে যায় জেলা আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তারসহ সংশ্লিষ্টরা।

সে সময় বক্তারা দুই দফা দাবি তুলে ধরে বলেন, আমাদের দু’টি ন্যায্য দাবি। প্রথমত, আমাদের বিচার বিভাগীয় কর্মচারীদের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ স্কেলের পরবর্তী সপ্তম থেকে ১২তম বেতন স্কেলে উন্নিতকরণ করা। এছাড়া ব্লক পদগুলো বিলুপ্ত করে যোগ্যতা ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নতুন পদ সৃজন করা।

একইসাথে বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘ দিন ধরে একই পদে চাকরি করে আসছি। তবে এখনও কোনো পদোন্নতি হয়নি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিলে, আমরা আমাদের যথাযোগ্য মর্যাদা পাবো।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন