Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে মাটিচাপা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বাড়ির মাটিচাপা পড়ে নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার গৌপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌপিনাথপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম তার নিজ বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ করছিলেন। ঘর নির্মাণের জন্য আগে থেকে তিনি জায়গাটিতে মাটি ফেলেছিলেন। তবে নির্মাণাধীন বাড়ির একটি পিলার বাঁকা হয়ে যাওয়ায় সেটি পুনরায় মেরামত করতে গিয়ে মাটি সরানোর কাজ করছিলেন নজরুল। এসময় হঠাৎ করে পাশের মাটি ধসে পড়ে তিনি চাপা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন