পাচারের চেষ্টায় ঝিনাইদহে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে দুই নারী ও এক শিশুকে ভারতে পাচারের চেষ্টা করার সময় শংকর অধিকারী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শংকর অধিকারী ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাগদা থানার পূর্বহুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে।

শুক্রবার (২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন