Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন হয়েছে। দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি শনিবার বেলা ১১ টায় ঝিনাইদহ মুজিব চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলার কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ সামাদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আহসান করিব, দৈনিক শিকল পত্রিকার প্রতিনিধি বদিউজ্জামান এ্যাপো, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সুলতার আল একরাম, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি অপু কামাল, চ্যানেল এসটিভির মহেশপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্বল, দৈনিক সময়ের দিগন্ত প্রতিনিধি সালাম হোসেন, জি-বাংলা টিভির প্রতিনিধি এসকে কাদের, ডেইলি ফাইনাল শিয়াল পোস্ট রফিকুল ইসলাম ফিরোজ, দৈনিক দেশের বানী পত্রিকার তরিকুল ইসলাম তারেক, দৈনিক তথ্য অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার, দৈনিক সমাচার দর্পণ প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক নবচিত্র প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ব্যাংকের টাকা আত্মসাৎকারী আজির আলী ও আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহের ২ সাংবাদিকের বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও জনগনের টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরোও কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারি দেন সাংবাদিকরা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন