Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহ সীমান্তে ১০ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে পার হওয়ার অপরাধে ১০ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৮ এপ্রিল) ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের কুসুমপুর, বাঘাডাংগা এবং শ্যামকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহেশপুর উপজেলার কুসুমপুর এলাকা থেকে বাংলাদেশি দুই নাগরিক চিরঞ্জিত গোলদার ও এক শিশুকে আটক করে বিজিবি। এছাড়া বাঘাডাংগা সীমান্তে কামাল সিকদারসহ এক নারীকে আটক করা হয়। অন্যদিকে শ্যামকুড় সীমান্তে ছয় বাংলাদেশি নাগরিক পরিতোষ কুমার ঘোষ, মো. দুলালসহ দুই নারী এবং দুই শিশুকে আটক করে বিজিবি। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম এবং গোপালগঞ্জ জেলায়।

তিনি আরও জানান, আটকদেরকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন