Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ক্যাশে টাকা কম ছিল তাই বস্তাভরে মালামাল নিয়ে এসেছি: মালিককে ফোন দিয়ে চোর

গেজেট ডেস্ক

‘প্রতিদিনই তো প্রায় দুই লাখ টাকা বেচাকেনা করেন। তাহলে ক্যাশ ড্রয়ারে টাকা এত কম রেখেছেন কেন? টাকা কম রেখেছেন তাই, কয়েক বস্তা ভরে মালামাল নিয়ে এসেছি।’- রাতে চুরির পর ভোরে দোকান মালিককে ফোন দিয়ে এমন কথা বলেছে এক চোর। আলোচিত এমন কথোপকথনের ঘটনাটি ঘটেছে আজ ঈদের দিন।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) ভোরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডের মল্লিক ফার্মেসির মালিকের সঙ্গে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক হরেন্দ্রনাথ সাহা গণমাধ্যমে জানান, ঈদের দিন সোমবার ভোরে বাড়িতে ফন রেখে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে তার মোবাইলে কয়েকবার কল আসে। তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী কলটি রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলেন, আপনাদের দোকান চুরি করেছি। কিছু সময় পরই তিনি বাড়িতে আসলে তার স্ত্রী ফোনের এমন কথাটি জানান। প্রথমে তিনি মনে করেছিলেন, কেউ হয়ত ইয়ার্কির ছলে এমন করছে। এরপর ওই নাম্বারে কল দিলে রিসিভ করে চোর বলেন, ‘রাতে আমি আপনার ফার্মেসিতে চুরি করেছি।’ চোর আরও বলেন, ‘প্রতিদিনই তো আপনার ফার্মেসিতে প্রায় দুই লাখ টাকার উপরে বেচাকেনা করেন। কিন্তু ক্যাশ ড্রয়ারে ৪০/৫০ হাজার টাকা রেখেছেন কেন? টাকা কম রেখেছিলেন, তাই আমরা কয়েক বস্তায় ভরে ঔষধ নিয়ে এসেছি। দোকানে গিয়ে খুলে দেখেন, সব দেখতে পাবেন।’

এমন কথা শোনার পর পরই মালিক হরেন্দ্রনাথ দ্রুত চাবি নিয়ে দোকান খুলে দেখেন, সত্যিই ক্যাশ ড্রয়ার ভাঙা। দোকানের কয়েকটি র‌্যাকে ওষধপত্র খালি।

মালিক হরেন্দ্রনাথ জানান, ঈদের আগের দিন গভীর রাতে চোরেরা তার দোকানের পেছনের গ্রিল কেটে প্রবেশ করে এই চুরি করে। এ ঘটনার পর বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন