Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

গেজেট ডেস্ক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের বেনিপুর বিওপির পাশে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

বিজিবি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পতাকা বৈঠকের নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

বাংলাদেশি নাগরিক দুজন হলেন মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করলে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক হন। পরে বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। একপর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, দুইজনকে থানায় নিয়ে আসেন বিজিবি সদস্যরা। একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়াবে এবং অন্যজনের নামে মামলা হওয়ায় তাকে আদালতে পাঠানো হবে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন